পাথরঘাটায় ৩০ কেজি হরিনের মাংস জব্দ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ১৩ মে ২০১৮

পাথরঘাটায় ৩০ কেজি হরিনের মাংস জব্দ
পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদী সংলগ্ন চররদুয়ানী খালের মোহনা থেকে কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে ৩০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।
শনিবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ মাংস জব্দ করেন তারা।

বনবিভাগ সূত্রে যানা গেছে, গোপন সংবাদের বিত্তিতে জানতে পারে একদল শিকারীরা হরিন শিকার করে নিয়ে আসছে। এমন সংবাদের বিত্তিতে বলেশ্বর নদীতে অভিযান চালালে শিকারীরা টের পেয়ে হরিণের মাংস রেখে পালিয়ে যায়। তখন তল্লাশী করে ৩০কেজি হরিণের মাংস পাওয়া যায়। এসময় কাউকে আটক করা সম্বব হয়নি।
তারা আরও জানান, জব্দ হরিণের মাংস কেরোসিন দিয়ে পাটির নিচে পুতে ফেলা হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)