তোফায়েল আহমেদের নির্দেশে ভোলায় সড়কের কাজ শুরু

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৮ ফেব্রুয়ারী ২০১৮

---অনলাইন ডেস্কঃ
বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ভোলার ইলিশা অংশের ৭ কিলোমিটার সড়কের কাজ অবশেষে টেকসই প্রযুক্তিতে শুরু হয়েছে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে সহজ যোগাযোগের একমাত্র মাধ্যম।

৪ দিন আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ওই এলাকা পরিদর্শনকালে সড়কের বেহাল অবস্থা দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট সড়ক বিভাগের কর্মকর্তাদের।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোলার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-বিভাগী প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, বাণিজ্যমন্ত্রীর পরিদর্শনের পরপরই তারা ওই সড়ক উন্নয়নের ব্যবস্থা নেন।

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ভোলা অংশের পরাণগঞ্জ থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত ৬ দশিক ৮ কিলোমিটার সড়ক টেকসই প্রযুক্তিতে নতুন করেই নির্মাণ করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ কোটি টাকা।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৮ ফেব্রুয়ারি

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)