মঠবা‌ড়িয়ায় ব্যবসায়ীর কারাদণ্ড

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৬ জুন ২০১৮

মঠবা‌ড়িয়ায় ব্যবসায়ীর কারাদণ্ডপিরোজপুরে সে‌লিম হাওলাদার (৩০) না‌মে এক জাল টাকা ব্যবসায়ীর পাঁচ বছ‌রের কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরো ছয় মা‌সের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

‌মঙ্গলবার (২৬ জুন) দুপু‌রে জেলা ও দায়রা জজ মো. র‌ফিকুল ইসলাম এ সাজা দেন।

সে‌লিম ভান্ডা‌রিয়া উপ‌জেলার তে‌লিখালী ইউ‌নিয়‌নের মৃত আব্দুল ম‌জিদ হাওলাদা‌রের ছে‌লে।

মামলার সং‌ক্ষিপ্ত বিবরণ সূ‌ত্রে জানা গে‌ছে, ২০১৫ সা‌লের ২১ ফেব্রুয়া‌রি বি‌কে‌লে মঠবা‌ড়িয়া উপ‌জেলার উদয়তারা বু‌ড়িরচর বাজা‌রে সে‌লিম জাল ডলার বিক্রি করার জন্য আ‌সে। এ সংবা‌দের ভি‌ত্তি‌তে মঠবা‌ড়িয়া থানা পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে সে‌লিমকে আটক ক‌রে। প‌রে তার দেহ তল্লা‌শি করে ১০০ টাকা মূল্যমা‌নের ১০টি ক‌থিত ইউএস ডলার জব্দ ক‌রে। প‌রে তার বিরু‌দ্ধে মঠবা‌ড়িয়া থানার উপ প‌রিদর্শক (এসআই) ইকবাল হো‌সেন বাদী হ‌য়ে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন।

২০১৫ সা‌লের ২৯ মে মঠবা‌ড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন সে‌লি‌মের বিরু‌দ্ধে চার্জশিট দা‌খিল ক‌রেন। মঙ্গলবার সাতজ‌নের সাক্ষ্যগ্রহণ শে‌ষে আসামির উপ‌স্থি‌তি‌তে বিচারক এ রায় দেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)