পিরোজপুরে মাদক বিক্রেতার কারাদণ্ড

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:০৫ এএম, ২ আগস্ট ২০১৮

পিরোজপুরে মাদক বিক্রেতার কারাদণ্ডপিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুলাল খান (২৯) নামে এক মাদক বিক্রেতাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালাত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১ আগস্ট) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ দণ্ডাদেশ।

দণ্ডপ্রাপ্ত দুলাল ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩১ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকার বিসমিল্লাহ চত্বর এলাকায় অভিযান চালায়। ইয়াবা কেনা-বেচা করার সময় দুলালকে আটক করে দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

এ ঘটনায় ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার কামরুল ইসলাম বাদী হয়ে দুলালের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন। ওই বছরের ১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির দুলালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন। আদালত আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামি পক্ষে ছিলেন আহসানুল কবির বাদল।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)