পাথরঘাটায় আদালত চত্বর থেকে অপহরণ, আদালতের নির্দেশে উদ্ধার

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২০ আগস্ট ২০১৯

বরগুনার পাথরঘাটায় আদালত চত্বর থেকে গাছ বিক্রির পাওনা টাকা আদায়ের একটি মামলার হাজিরা দিতে যাওয়ার সময় বাদিকে অপহরণ করেছে একদল দুর্বৃত্তরা। অপহরণের দু ঘন্টার মধ্যেই আদালতের নির্দেশে উদ্ধার করে পাথরঘাটা থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত ও মামলার বাদি জালাল হাওলাদার (৭০) উপজেলার কালমেঘা ইউনিয়নের কুপদোন গ্রামের মৃত নজর আলী হাওলাদারের ছেলে।

মামলার সুত্রে ও অপহৃত জালালের বোন কুলসুম ও মমতাজ বেগম থেকে জানা যায়, একই গ্রামের মো. হারুনসহ ৬জনকে আসামী করে গাছ বিক্রির পাওনা টাকা আদায়ের একটি মামলা করেন ভাই জালাল হাওলাদার। ওই মামলার ধার্য তারিখে পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে যাওয়া সময় আদালত চত্বর থেকে দুইটি মোটরসাইকেলে ৬ থেকে ৭ জন লোক এসে তাকে তুলে নিয়ে যায়। এ সময় আমরা বাধা দিলে আমাদেরকেও মারধর করে এবং প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট সহকারি আলম মিয়াকেও মারধর করে দুর্বৃত্তরা।

এদিকে অপহরণের ঘটনা তাৎক্ষনিক বোন কুলসুম ও মমতাজ আদালতকে অবহিত করলে বিচারক তাৎক্ষনিক পাথরঘাটা থানা পুলিশকে অপহৃতকে উদ্ধারের নির্দেশ দেন। পুলিশ পাথরঘাটা কলেজ গেট এলাকা থেকে জালালকে আহত অবস্থায় উদ্ধার করে আদালতে হাজির করে।

মামলার বাদি ও অহপহৃত জালাল হাওলাদার বলেন, আমাকে ধরে নিয়ে অনেক মারধর করেছে, এবং মামলা প্রত্যাহারের জন্যও হুমকি দিয়েছে।

আদালত সূত্রে জানা গেছে বাদী জালাল হাওলাদার বিচারকের কাছে তিনি বাঁচতে চান বলে মামলা আর চালাবেনা মর্মে বিচারকের কাছে মৌখিক আবেদন করেন। এ সময় অপহৃত বাদির অবস্থা গুরুতর দেখে বিচারক চিকিৎসা ও অভিযোগ গ্রহনের জন্য পুলিশকে নির্দেশ দেন।

তবে কারা তাকে অপহরণ এবং মারধর করেছে তাদের নাম বলতে পারেনি জলিল হাওলাদার। প্রতক্ষদর্শী আহত মহরার আলম মিয়া বলেন, অপহরণকারীদের দেখলে চিনবো, তাদের নাম জানিনা। তিনি আরো বলেন, অপহরনে বাঁধা দেওয়ায় আমার বুকে ও মাথায় কিল ঘুষি মেরেছে আমি হাসপাতালে চিকিৎসা নিয়েছি।

মামলার বাদি পক্ষে কৌশলী ও এপিপি মো. জাবির হোসেনর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মামলার আসামীরা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে বাদিকে অপহরণ করিয়েছে এবং তাকে মারধরও করেছে। আদালত বাদিকে চিকিৎসার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে। তিনি আরও বলেন, বাদিকে পাথরঘাটা কলেজ গেট এলাকা থেকে উদ্ধার করেছে বলে আদালতকে অবহিত করে পুলিশ।

এ বিষয় পাথরঘাটা থানা ওসি মো. সাইদুল ইসলাম বলেন,
পাথরঘাটায় আদালত চত্বর থেকে মামলার বাদিকে অপহরণ করেছে মর্মে আদালত থেকে জানালে ঘটনার পরপরই অভিযান চালিয়ে কলেজের সামনে থেকে উদ্ধার করে আদালতে হাজির করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে আদালতের নির্দেশে উদ্ধার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)