এমপি রিমনের বিরুদ্ধে মন্দির ও প্রতিমা ভাংচুর করার অভিযোগ মিথ্যা, সভাপতি অরুন কর্মকার

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১৩ জানুয়ারী ২০২০ | আপডেট: ০৯:০৭ পিএম, ১৩ জানুয়ারী ২০২০

এমপি রিমনের বিরুদ্ধে মন্দির ও প্রতিমা ভাংচুর করার অভিযোগ মিথ্যা, সভাপতি অরুন কর্মকার
পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নে সরকারি জমি দখলের উদ্দেশ্যে নির্মিত মন্দিরের প্রতিমা ভাংচুরের যে অভিযোগ উঠেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। বরগুনা-২ আসনের সংসদ শওকাত হাসানুর রহমান রিমন হিন্দু সম্প্রদায়ের ঘনিষ্টজন, হিন্দুদের সম্মান, সম্পত্তি রক্ষায় তার পৃষ্ঠপোষকতা আমাদের চরম সন্তোষ্টি রয়েছে বলে সংবাদ সম্মেলন উল্লেখ করেন পাথরঘাটা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুন কর্মকার।

তিনি আরও বলেন, আমাদের প্রিয় সাংসদ শওকত হাসানুর রহমান রিমনের বিরুদ্ধে প্রিয়াংকা মিত্র নামে এক অসাধু নারী বিভিন্ন সংবাদ পত্রে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করছে বলেও অভিযোগ করেন।

পাথরঘাটা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুন কর্মকার সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করেন পাথরঘাটায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য পিয়ংকা মিত্র চেষ্টা করছে। এতে বিভ্রান্ত না হতে সাংবাদিকদের মাধ্যমে তিনি সকলকে সতর্ক থাকতে অনুরোধ জানান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)