ইউপি নির্বাচন পাথরঘাটায় প্রতীক বরাদ্ধের আগেই পোস্টার দিয়ে প্রচারনা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:১১ পিএম, ২৪ মার্চ ২০২১

ছবিঃ সংগ্রহীতআসন্ন পাথরঘাটায় ইউনিয় পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখেই ৩ ইউনিয়ন পরিষদের অনেক প্রার্থী প্রতীক দিয়ে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। প্রতীক বরাদ্ধের কথা আগামী ২৫ মার্চ থাকলেও তার আগেই কালমেঘা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডেরসাধারণ আসনের প্রার্থী শাহিন মিয়া ও ৬ নম্বর ওয়ার্ডের মো. সোহরার হোসেন টিউবওয়েল প্রতীক দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রচারনা করছে বলেও দেখা গেছে। এ নিয়ে অন্য সকল প্রার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলে জানান গেছে।

কালমেঘা ইউনিয়নের সাধারণ আসনের সদস্য মো. শাহিন মিয়া সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আমার এই প্রতীক কেউ পছন্দ না করায় একটি নমুনা তৈরি করে রেখেছি। তবে তা এখনো কোথাও প্রকাশ করিনি, প্রতীক পাওয়ার পরেই প্রচারনা শুরু করবো।

পাথরঘাটা উপজেলা রির্টানিং কর্মকর্তা মো. আইউব আলী হাওলাদার পাথরঘাটা নিউজকে জানান, প্রতীক বরাদ্ধের আগে কোন প্রার্থী প্রচার প্রচারনা চালাতে পারবে না। এটা নির্বাচন আইনে শাস্তিযোগ্য আপরাধ। এ আইন ভঙ্গ করলে ২ মাসের কারাদন্ড বা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডনীয় হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)