আমতলীতে দেবরের বিরুদ্ধে ভাবীর ধর্ষন মামলা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১২:০২ এএম, ২৪ ফেব্রুয়ারী ২০১৮ | আপডেট: ০৪:০৮ এএম, ২৬ ফেব্রুয়ারী ২০১৮

---

ভাবীকে ধর্ষন করার অপরাধে দেবরের বিরুদ্ধে মামলা করেছে ভাবী।

ঘটনাটি ঘটেছে বরগুনা জেলার আমতলী উপজেলার দক্ষিন রাওঘা গ্রামে।

বৃহস্পতিবার দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার আলী খানঁ মামলাটি গ্রহন করে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা সিভিল সার্জন অফিসে প্রেরণের আদেশ দিয়েছেন।

মামলার আসামী হল, ওই একই গ্রামের শাহজাহান কারীর ছেলে সাইফুল সিকদার। মামলার বাদী জানান, আসামী সাইফুল সিকদার তার সম্পর্কে দেবর হয়। তার স্বামী কাজের জন্য বাড়ী থেকে সকালে বের হয় আর রাতে ফিরে। এই ফাকে প্রতিবেশী আসামী তাকে যৌনপীড়ন করে। বাদী তার স্বামীর কাছে জানালে আসামী বাদীর উপর আরো ক্ষিপ্ত হয়ে যায়।

শনিবার রাত ১১ টার দিকে প্রকৃতির ডাকে বাদী তার ঘরের বাহিরে নামে। সেই ফাকে আসামী কৌশলে বাদীর ঘরে ঢুকে পালিয়ে থাকে। বাদী তার বিছানায় ঘুমিয়ে পড়লে আসামী সাইফুল সিকদার বাদীকে জোর পূর্বক ধর্ষন করে। বাদীর সাথে দস্তাসস্তিতে ওই ঘরে ঘুমিয়ে থাকা খাদিজা ও হাফসা শব্দ শুনে আসামীকে ধরার চেষ্টা করলে আসামী পালিয়ে যায়।

বাদী বলেন, আমি অসুস্থ্য হলে আমতলী হাসপাতালে দুইদিন চিকিৎসা শেষে আমতলী থানায় মামলা করতে গেলে থানা মামলা নেয়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল্যাহ বলেন, এ ব্যাপারে থানায় কেহ মামলা করতে আসেনি। আসামীর ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)