সুন্দরবনের বিপুল পরিমাণ অস্ত্রসহ ৯ বনদস্যু আটক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ২১ আগস্ট ২০১৮

বিপুল পরিমাণ অস্ত্রসহ সুন্দরবনের ৯ বনদস্যু আটকসুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু বাহিনী প্রধান জাকির হোসেনসহ ৯ জন আটক হয়েছে। র‌্যাবের অভিযানে তাদের নিকট থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (২১ আগস্ট) দুপুরে খুলনার লবণচরায় র‌্যাব-৬ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান।

আটককৃতরা হলেন; বাহিনী প্রধান জাকির (২৩), সবুজ আকন (৩৫), ওমর ফারুক (৩৫), মোতলেব সরদার (৪৭), শাহ আলম সানা (৩৫), মিজানুর রহমান ওরফে রুবেল (৩২), রফিকুল ইসলাম (৩৮), মোঃ হাফিজুর রহমান (২৫), মোস্তাকিন (২৮)। এদের মধ্যে মোস্তাকিন খুলনার বটিয়াঘাটা, রফিকুল ইসলাম নওগাঁর বাসিন্দা। অন্যদের বাড়ি সাতক্ষীরার বিভিন্ন এলাকায়।

র‌্যাব সূত্র জানায়, ২০ আগস্ট সন্ধ্যায় সাতক্ষীরা শ্যামনগরের মালঞ্চ নদীর পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বনদস্যুদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। (তথ্য সূত্রঃ বিডি-প্রতিদিন)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২১ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)