বেতাগীতে চুরির মামলা করে উল্টো ফেঁসে গেলেন বাদী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১২:১০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮

বেতাগীতে চুরির মামলা করে উল্টো ফেঁসে গেলেন বাদীবরগুনার বেতাগীতে চুরির মামলা করে পুলিশের তদন্তে ফেঁসে গেলেন বাদী।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের গ্রামার্দণ গ্রামের বাসিন্দা মো. সেকান্দার হাওলাদারের ছেলে মো. জলিল হাওলাদার (৪০) বাদী হয়ে ওই একই গ্রামের মো. মতিয়ার হাওলাদারের ছেলে খোকন হাওলাদারকে (৩৭) আসামি করে সিঁদ কেটে চুরির অভিযোগ করেন থানায়।

বেতাগী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা বিষয়টি আমলে নিয়ে বিবাদী খোকন হাওলাদারকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বৌদ্ধপাশা এলাকা থেকে গ্রেফতার করেন।

বিবাদী খোকন চুরির অভিযোগ অস্বীকার করে বলেন, জমি-জমা নিয়ে বিরোধ ও জলিল হাওলাদারের বিরুদ্ধে জোরপূর্বক গাছ কাটা ও নারী নির্যাতন মামলাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় ওসি সরেজমিনে তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন করেন।

বাদী জলিল হাওলাদার থানায় সাংবাদিকদের সামনে স্বীকার করেন, জমিজমা বিরোধে গত ৫ মে খোকনের স্ত্রী সাহিদা বেগম নারী নির্যাতন এবং ৮ মে গাছ কাটার মামলা করে। এতে ক্ষিপ্ত হয়ে আমার ঘুমাবার ঘরে দরজার নিচে সুরঙ্গ কেটে রাখি এবং রাত ২টার দিকে ডাক চিৎকার করে লোকজন জড়ো করি। সকালে থানায় মামলা দায়ের করি।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৮ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)