বরগুনায় জমিজমাকে কেন্দ্র করে কুপিয়ে গুরুতর জখম

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২৮ মে ২০২০

ছবিঃ সংগ্রহীতবরগুনা প্রতিনিধিঃ
বরগুনায় জমিজমাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা পিতা ও পুত্রকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় সদর উপজেলার বালিয়াতলী ইউনায়নের বড় বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ইউনুস হাওলাদার-৫৫ ও তার ছেলে জাহিদুল ইসলাম শাবু (২৫) বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত জাহিদুল ইসলাম শাবু জানান, তার বাবা ইউনুস হাওলাদারের সৎ ভাইয়েরা জোর জবরদস্তি করে তাদের জমিতে ঘর তুলতে চাইলে এতে শাবু ও তার বাবা ইউনুস হাং বাঁধা দেয়। এক পর্যায়ে শালিস বৈঠকের প্রস্তাব হলে উভয় পক্ষ তাতে রাজি হয়। ঘটনার দিন শালিস বৈঠকের উদ্দেশ্যে ইউনুস হাং ও তার ছেলে শাবু বড় বালিয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হাজির হন। এসময় পূর্ব পরিকল্পিতভাবে ইউনুস হাওলাদারের সৎ ভাই আল মামুন ছাদ্দাম ও রেজাউল কবির রাম দা দিয়ে ইউনুস হাং ও তার ছেলে শাবুকে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের ডাক চিৎকারে স্বজনরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে বরগুনার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, এখন পর্যন্ত এ ব্যাপারে আমি কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)