ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৫ মে ২০১৮

ভ্রাম্যমাণ আদালতে জরিমানারমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বরিশালের গৌরনদী বন্দরে অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিন এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন জানান, গৌরনদী বন্দরে অভিযান চালিয়ে পরিবেশবান্ধব পাটের তৈরি বস্তা ব্যবহার না করায় পরিমল ঘোষ, শুসান্ত ঘোষ ও সাইফুল ইসলামের চালের আড়তকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, ফ্রুট জুস ও জেলি রাখার দায়ে ঝালকাঠি শহরের ওয়ার্সি বেকারি মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে দুপুর ১২টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কর্মকর্তা সাফিয়া আক্তার ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে এ জরিমানা করেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৫ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)