থানা পুলিশ কঠোর অবস্থানেতালতলীর মাদক ব্যবসায়ীরা আতংকিত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:০১ পিএম, ২৯ মে ২০১৮

ফাইল ছবিগোলাম কিবরিয়া, তালতলী প্রতিনিধি
সারাদেশে চলমান বিশেষ অভিযানে তালতলীর মাদক ব্যবসায়ীরা আতংকের মাঝে আছে।

পুলিশ গত এক সপ্তাহে উপজেলার ১২ জন মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজাসহ আটক করে মাদক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় আদালতে সোপর্দ করে ।

এছাড়াও ২৪ বছরের সাজাপ্রাপ্তসহ ৪০ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

এ ব্যপারে উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু বলেন, তালতলী থানার ওসি সাহেবের নেতৃত্বে থানার সকল অফিসার ও ফোর্সের নিরলস প্রচেষ্টায় আমাদের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। আমরা আশাকরি মাদক নিয়ন্ত্রন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে।

পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ শহিদুল ইসলাম খান বলেন, চলমান বিশেষ অভিযানে আমরা উল্লেখ যোগ্য মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজাসহ আটক করে আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করতে সক্ষম হই। এখনও অভিযান অব্যাহত আছে।

ওসি পুলক চন্দ্র রায় বলেন, আমাদের চলমান অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবী যত বড় শক্তিশালী হোক না কেন কেউ ছাড় পাবে না। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে সকল অফিসার ও ফোর্স একযোগে কাজ করে যাচ্ছি। তালতলী থানাকে মাদক মুক্ত হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৯ মে

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)