ভ্রাম্যমান আদালতআমতলীতে যৌথ অভিযান আটক -১, গাঁজা ব্যবসায়ীকে কারাদন্ড

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ৯ জুন ২০১৮

যৌথ অভিযান আটক -১, ব্যবসায়ীকে কারাদন্ডআমতলী প্রতিনিধি
আমতলী উপজেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আমতলী থানা পুলিশ ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার ভূমি কমলেশ মজুদদারের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে পৌরশহরের ৪ নং ওয়ার্ডের সালাম মুন্সীর বাসা থেকে ৫০০ গ্রাম গাজাসহ সালাম মুন্সীর ছেলে রিয়াজ (৩২) কে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ মাসের বিনা শ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে ।

শনিবার (৯ জুন) সকালে অভিযান চালিয়ে আটক করে।

মাদক দ্রব্যনিয়ন্ত্রন অধিদপ্তরের বরগুনার ইন্সপেক্টর ফরহাদ আকন্দ জানান , গোপন সংবাদের ভিত্তিত্বে আমতলী পৌরসভার ৪ নং ওয়ার্ডের সালাম মুন্সীর বাসায় অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাজা সহ রিয়াজ মুন্সীকে আটক করা হয় ।

আটক কৃত রিয়াজ মুন্সীকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভুমি আমতলী কমলেশ চন্দ্র মজুমদার ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, সাজা প্রাপ্ত গাজা ব্যবসায়ী রিয়াজ কে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের মাধ্যমে বরগুনা জেলহাজতে প্রেরন করা হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৯ জুন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)