যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৩

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১১:৫৫ এএম, ৩ মার্চ ২০১৮

---অনলাইন ডেস্কঃ
সিলেটে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের নেতাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবলীগের তিন কর্মী আহত হয়েছেন।

শুক্রবার (২ মার্চ) রাত ৮টায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

সুত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে নগরীর কালিবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জের ধরে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের কয়েক নেতার মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে রাত ৮টায় ওসমানী মেডিকেল গেটে মারামারিতে লিপ্ত হয় দুইপক্ষ। এই মারামারিতে আহত হন যুবলীগের তানভির আহমদ, অপু ও ইমন দত্ত। আহতদের তাৎক্ষণিক ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওসমানী হাসপাতাল এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যায় কালিবাড়ি এলাকার মারামারিকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এর জের ধরে ওসমানী মেডিকেল গেটেও মারামারি হয়। মারামারিতে ২ জন আহত হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)