পটুয়াখালীতে সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু, করোনা সন্দেহে নমুনা সংগ্রহ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:৪১ এএম, ২৯ মার্চ ২০২০ | আপডেট: ১১:৪২ এএম, ২৯ মার্চ ২০২০

ছবিঃ সংগ্রহীতপটুয়াখালীতে সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে আব্দুর রশিদ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে শহরের কালিকাপুর এলাকার বাদবরবাড়ি সংলগ্ন এলাকায় নিজ বাসায় ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে রাতে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

ভোলা জেলার লালমোহন উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত কেরামত আলী পুত্র। তিনি পটুয়াখালী সদর উপজেলার টাউন কালিকাপুর এলাকার নতুন জেলখানার দক্ষিণ পাশে বসবাস করতেন।

পটুয়াখালীর সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, মৃত রশিদ দীর্ঘদিন যাবৎ সর্দি-কাশিতে ভুগছিলেন। করোনাভাইরাস সন্দেহ করায় তার মরদেহ থেকে স্যাম্পল গ্রহণ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হচ্ছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মৃত ব্যক্তি পেশায় ভ্যানচালক ছিলেন। তার মেয়ের বাড়ি বেড়াতে এসেছিলো।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)