আগৈলঝাড়ায় করোনা আক্রান্ত সন্দেহে ছেলেকে তাড়িয়ে দিলেন বাবা-মা!

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:১৯ এএম, ১১ এপ্রিল ২০২০

ছবিঃ ইন্টারনেট থেকে নেয়াবরিশালের আগৈলঝাড়ায় করোনা সন্দেহে নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিলেন বাবা-মা। বাড়ি থেকে বের করে দেয়ার পর ওই যুবক শ্বশুরবাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের বিমল বিশ্বাসের ছেলে বাসুদেব বিশ্বাস স্ত্রীসহ বৃহস্পতিবার ঢাকা থেকে গ্রামে ফিরেন। স্ত্রীকে শ্বশুরবাড়ি রেখে বাসুদেব নিজ বাড়ি পাকুরিতায় যান। বাড়ি যাওয়ার পর করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বাসুদেবকে ঘর থেকে বের করে দেন বাবা বিমল বিশ্বাস ও মা লক্ষ্মীরানী। ছেলে বারবার অনুরোধ করার পরও বাবা-মার মন গলেনি।

পরে বাসুদেব উপজেলার গৈলা গ্রামে তার শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। সেখানে আলাদা ঘরে হোম কোয়ারেন্টিনে রয়েছেন বাসুদেব ও তার স্ত্রী সুলেখা।

এ ব্যাপারে বিমল বিশ্বাস বলেন, করোনা সংক্রমণের আশঙ্কায় কোনো ঝুঁকি নিতে চাই না। তাই ছেলেকে বাড়িতে ঢুকতে দেইনি। ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ করুক। তারপর দেখা যাবে।’

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)